পশ্চিমবঙ্গ, ভারতের একমাত্র রাজ্য যেখানে আপনি তুষারশুভ্র হিমালয় থেকে বঙ্গোপসাগরের জলরাশির সাথে সময় কাটাতে পারেন। আবার কখনো সুন্দরবনের গহীন জঙ্গলে ভেসে পড়তে পারেন। শুধু এই নয়, বারবার মুখোমুখি হতে পারেন ইতিহাসের সামনে। বিভিন্ন জেলার বিভিন্ন মানুষের শিল্পশৈলী থেকে জীবনযাত্রা সবকিছুর রস আস্বাদন করতে পারেন।
পশ্চিমবঙ্গ খুব সুন্দর। এখানে পাহাড় আছে, ঝর্ণা আছে, জঙ্গল আছে, সমুদ্র আছে। আরো ভালো করে বলতে গেলে মরুভূমি বাদে সবকিছুই আছে এই শস্য শ্যামলা বাংলায়। তাকেই আজ আমরা আমাদের চোখ দিয়ে তুলে ধরতে চাইছি।
টিম ম্যাজিকাল বেঙ্গল অথবা ঘটক পরিবার, আপনাদের কাছে এসেছে বাংলার বিভিন্ন পর্যটন গন্তব্য সম্পর্কে অবহিত করতে। এটা আমাদের কাছে পশ্চিমবঙ্গ পর্যটন প্রচারের একটি প্রচেষ্টা।
বিদেশ বা অন্য রাজ্যে না গিয়ে, একবার না হয় পশ্চিমবঙ্গ ঘুরলেন। কথা দিচ্ছি, অসীম আনন্দ পাবেন।
আসুন, উপভোগ করুন, আবিষ্কার করুন, স্বপ্ন দেখুন।
চলুন, একসাথে এগিয়ে নিয়ে যাই পশ্চিমবঙ্গ পর্যটনকে।