আমরা যখন হাতে একটু ছুটি পাই, তখন দৌড়ে যাই দেশের বিভিন্ন প্রান্তে, অনেক সময় আমাদের মাথাতেই আসেনা আমাদের সোনার বাংলার কথা। তাই আমাদের এই প্রচেষ্টা।
বাংলাকে আমরা আমাদের মতন করে আপনাদের কাছে তুলে ধরতে চাই, তাই শুরু করলাম এই ব্লগ। এই দলে আমরা আপাতত পাঁচজন:
- সুজয় ঘটক
- সুমনা ঘটক
- শুভদর্শী ঘটক
- সমদর্শী ঘটক
- আর আমাদের মারুতি সেলেরিও
আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরবো আর আমাদের চোখ দিয়ে যা দেখবো, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশাকরি আমরা আপনাদের সবসময় পাশে পাবো।
ধন্যবাদান্তে,
ঘটক পরিবার