গল্পটা অনেকদিন আগের। ২০০৬ এর ডিসেম্বর। সদ্য চাকরী পেয়েছি তখন, ডিসেম্বরের শীতে আমাদের অফিস থেকে লম্বা ছুটির পরিকল্পনা করা হলো, গন্তব্য দার্জিলিং জেলার তুমলিং। সেইমতো ২২শে ডিসেম্বর শিয়ালদহ থেকে উঠে পড়লাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে।
গল্পকার
আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। পেশায় একটি বহুজাতিক সংস্থার ওয়েবমাস্টার হলেও, ঘুরতে বেশ লাগে।